বিলের পাশ থেকে এসএসসি পরীক্ষার্থীর ম'রদেহ উ'দ্ধার
নাটোরের বাগাতিপাড়া উপজে'লায় জাহিদুল ইস'লাম (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ম'রদেহ উ'দ্ধার করা হয়েছে। সাধুপাড়া উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী দেওয়ার কথা ছিল তার।
রোববার (২৮ আগস্ট) সকালে নাটোর সদর-বাগাতিপাড়া সীমান্তবর্তী বাগাতিপাড়া বিলের পাশ থেকে তার লা'শ উ'দ্ধার করেছে পু'লিশ।
জাহিদ বাগাতিপাড়া উপজে'লার কাকফো এলাকার রাশেদুল ইস'লামের ছে'লে।
স্বজনরা জানান, নানার বাড়ি একই উপজে'লার দয়ারামপুরের কাঁঠালবাড়ী ডালিপট্টিতে থাকত জাহিদ। পরিচিত একজনকে র'ক্ত দেওয়ার কথা বলে শনিবার দুপুরের দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর ফেরেনি। সকালে বাগাতিপাড়া বিল এলাকায় লা'শ দেখে স্বজনদের খবর দেন পথচারীরা। এরপর তারা এসে লা'শ শনাক্ত করেন।
নি'হতের বোন রাশেদা ও মা জাহেদা জানান, তার ভাইকে হ'ত্যা করা হয়েছে। তারা তার ভাইয়ের হ'ত্যাকারীদের ফাঁ'সির দাবি জানান।
নাটোরের অ'তিরিক্ত পু'লিশ সুপার মোহসিন জানান, ম'রদেহ ময়নাত'দন্তের জন্য নাটোর ম'র্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি পু'লিশ, সিআইডি ও পিবিআই ত'দন্ত করে দেখছে বলেও তিনি জানান।