বিএনপি-জামায়াত আই'এসআই দ্বারা পরিচালিত: হানিফ
আজ সকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি ও জামায়াত পা'কিস্তানের গোয়েন্দা সংস্থা আই'এসআই দ্বারা পরিচালিত।
আজ সোমবার ২৯ আগস্ট সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি ও জামায়াত একই জায়গা থেকে পরিচালিত হয়। এরা কখনও আলাদা হবে না।
এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশে পা'কিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতেন বলেও দাবি করেন মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, বিএনপি-জামায়াত দলকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে হবে। হাওয়া ভবনে বসে তারেক রহমান ২১ আগস্ট হা'মলার পরিকল্পনা করেছিল।