সুখবর দিলেন শবনম ফারিয়া

জনপ্রিয় অ'ভিনেত্রী শবনম ফারিয়া ভালোবেসে বিয়ে করেছিলেন। ধুমধাম করে বিয়ে করলেও সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা নিজেদের ভিন্ন পথ বেছে নেন।

গত বছরের ডিসেম্বর মাসে শোবিজ অঙ্গনে গুঞ্জন উঠেছিল, নতুন করে প্রে'মে পড়েছেন শবনম ফারিয়া। প্রে'মিকের সঙ্গে তিনি বেশ কিছুদিন আগে কক্সবাজার ও সেন্টমা'র্টিন ঘুরে এসেছেন। সেই গুঞ্জনই সত্য হয়, পারিবারিকভাবে গোপনে বিয়ে করেন তিনি। পরে প্রকাশ্যে আসে বিয়ের বিষয়টি।

নানা কারণেই অ'ভিনয় থেকে একটু দূরে ছিলেন তিনি। বিশেষ দিনগুলোতেও তার অ'ভিনীত কোনো কিছুর দেখা মেলেনি। কারণ হিসেবে অবশ্য বলেছিলেন নিজের পড়াশোনা ও অ'সুস্থতা কিংবা পারিবারিক ব্যস্ততার কথা।

তবে তার ভক্তদের জন্য সুখবর দিলেন তিনি। দীর্ঘদিন পর অ'ভিনয়ে ফিরলেন তিনি। ইতোমধ্যে ‘দাফন’ শিরোনামের একটি ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিয়েছেন গুণী এই অ'ভিনেত্রী।

ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন কৌশিক শংকর। সিরিজের একটি অংশের শুটিং সম্পন্ন হয়েছে কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে।

এ প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, ‘নিজের পড়াশোনা ও কিছুটা অ'সুস্থতার কারণে একটা অ'ভিনয়ে গ্যাপ হয়ে গেছে। তবে আমা'র ভক্তরা অনেক দিন ধরেই অ'পেক্ষায় ছিলেন কবে আবারও অ'ভিনয়ে ফিরব। তাদের জন্য সুখবরটি দিলাম। ফিরলাম আবারও অ'ভিনয়ে।’

Back to top button
error: Alert: Content is protected !!