আসুন প্রকাশ্যে খেলুন, আওয়ামী লীগকে রুমিন ফারহানা
আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘২০১৪ সালে প্রতিপক্ষকে নিয়ে খেলার সাহস দেখাতে পারেননি। ২০১৮-তে লুকিয়ে লুকিয়ে অন্ধকারে খেলেছেন। লুকিয়ে কিংবা অন্ধকারে একা একা নয়, আসুন প্রতিপক্ষের সঙ্গে প্রকাশ্যে খেলুন। আম'রা দেশের মানুষকে নিয়ে খেলি। মা'মলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না।’
আজ সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন রুমিন ফারহানা।
ইভিএমে ভোটগ্রহণের বিষয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ‘এই মেশিনে ভোট হতে দেওয়া হবে না। আম'রা ইভিএম বুঝি না। আম'রা বুঝি ব্যালট। সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে।’
অন্যদিকে, আশুগঞ্জ উপজে'লা বিএনপির উদ্যোগে আয়োজিত বি'ক্ষোভ সমাবেশেও বক্তব্য দেন রুমিন ফারহানা।