‘আমি আদর করে ছা'ত্রীর শরীরে হাত দিয়েছি’
নেত্রকোণার ম'দনে নূরুল আমীন আজাদ নামের এক শিক্ষকের বি'রুদ্ধে নবম শ্রেনির ছা'ত্রীকে যৌ'ন হয়'রানির অ'ভিযোগ উঠেছে।
ওই ছা'ত্রীর বাবা আজ মঙ্গলবার উপজে'লা নির্বাহী কর্মক'র্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অ'ভিযোগ দেন। অ'ভিযু'ক্ত নুরুল আমীন আজাদ উপজে'লার জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি ক্লাসে ইংরেজি পড়ান।
লিখিত অ'ভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার নূরুল আমিন আজাদ নবম শ্রেনির কক্ষে যান। এ সময় শিক্ষার্থীদের কাছে ইংরেজি বই না পেয়ে তিনি ক্ষিপ্ত হন। বই না থাকার শা'স্তি হিসেবে একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীর পিঠে থাপ্পড় দেওয়ার আদেশ দেন তিনি। শিক্ষকের আদেশে শিক্ষার্থীরা একে ওপরের পিঠে থাপ্পড় দেন। কিন্তু ছা'ত্রীদের শরীরে শিক্ষক নিজে হাত দেওয়ায় শ্রেনিকক্ষে চি'ৎকার শুরু করেন শিক্ষার্থীরা। এতে ছা'ত্রীরা লজ্জায় শ্রেনিকক্ষে কা'ন্না শুরু করে।
বাড়িতে গিয়ে বিষয়টি তাদের অ'ভিভাবকদের জানায় কয়েকজন ছা'ত্রী। পরে এ ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী এক ছা'ত্রীর বাবা ইউএনও বরাবর আজ একটি লিখিত অ'ভিযোগ দেন। অ'ভিযোগ পেয়ে স্কুল পরিদর্শনে যান ইউএনও এবং ওই বিদ্যালয়ের সভাপতি এ কে এম লুৎফর রহমান। তারা অ'ভিযু'ক্ত শিক্ষককে ক্লাস নেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেন।
ভুক্তভোগী শিক্ষার্থীদের ভাষ্যমতে, ‘স্যার প্রায় সময়েই আমাদের সঙ্গে ইভটিজিংমূলক কথা বলেন। গতকাল সোমবার আমাদের কাছে ইংরেজি বই না থাকায় শা'স্তি হিসেবে একজন আরেকজনকে থাপ্পড় দিতে বলেন। কিন্তু স্যার কয়েকজন ছা'ত্রীর শরীরে হাত দিয়ে অশালিন কথা বলেন। স্যারের এমন আচরণে আম'রা খুবই লজ্জিত।’
এ বিষয়ে অ'ভিযু'ক্ত শিক্ষক নূরুল আমীন আজাদ বলেন, ‘ইংরেজি বই না থাকায় আমি তাদের শা'স্তি হিসেবে একে অ'পরকে থাপ্পড় দিতে বলেছি। আমি ভালোবেসে-আদর করে ছা'ত্রীর শরীরে হাত দিয়েছি। এখন ছা'ত্রীরা বিষয়টি ভিন্নভাবে নিয়েছে।’
ঘটনার সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভা'রপ্রাপ্ত) আব্দুর রউফ বলেন, ‘বিষয়টি খুবই লজ্জাজনক। বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে থেকে আ'ন্দোলন করতে চাইছে। কিন্তু তাদের বুঝিয়ে থামিয়ে রেখেছি। ইউএনও স্যার বিদ্যালয় পরিদর্শন করেছেন। বিষয়টি স্যার ব্যবস্থা নেবেন।’
ইউএনও এ কে এম লুৎফর রহমান বলেন, ‘অ'ভিযোগটি পেয়ে আমি স্কুলে গেছি। নবম শ্রেনির ১০ জন শিক্ষার্থীর বক্তব্য শুনেছি। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’