বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পেল নগদ
বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক লেনদেন প্রতিষ্ঠান নগদকে শর্তসাপেক্ষে কার্যক্রম পরিচালনার জন্য এলওআই (লেটার অব ইন্টেন্ট) লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ।
মঙ্গলবার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪২৪তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইস'লাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছু শর্তসাপেক্ষে নগদকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এলওআই দেওয়া হয়েছে।
বোর্ড সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। সেখানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট বিভাগের পরিচালকরা।