কাজ করে তৃপ্তি পেয়েছি, ইনশাল্লাহ আরও কাজ করব : ওম'র সানি
নির্মাতা ফারুকী'র সঙ্গে নতুন একটি বিজ্ঞাপনে কাজ করেছেন চিত্রনায়ক ওম'র সানী। এতে নায়কের সঙ্গে সহশিল্পী হিসেবে রয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’র জনপ্রিয় কাবিলা চরিত্রে অ'ভিনয় করা জিয়াউল হক পলা'শ।
ঢাকাই সিনেমা'র এক সময়ের জনপ্রিয় নায়ক ওম'র সানি। তাকে এখন আর পর্দায় নিয়মিত দেখা যায় না। তবে মাঝে মাঝে দেখা যায়। দীর্ঘ দিনের ক্যারিয়ারে নন্দিত নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। আর এবার কাজ করলেন মোস্তফা সরয়ার ফারুকী'র সঙ্গে।
গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে দুটি ছবি পোস্ট করে নিজেই এ তথ্য জানিয়েছেন ওম'র সানি।
অ'ভিনেতা ক্যাপশনে লিখেছেন, “মোস্তফা সরোয়ার ফারুকী' ওয়াও, এক কথায় অসাধারণ। প্রথম কাজ করলাম তাও বিজ্ঞাপনে। আমা'র সঙ্গে কো-আর্টিস্ট ছিলেন পলা'শ (কাবিলা)।”
তিনি আরও লিখেছেন, “কাজ করে তৃপ্তি পেয়েছি, ইনশাল্লাহ আরও কাজ করব। ধন্যবাদ মোস্তফা সরোয়ার ফারুকী'র টিম ছবিয়ালকে।”