রানুর প্রশংসায় পঞ্চ'মুখ হিরো আলম, মুক্তি পেল দুজনের একসঙ্গে গাওয়া গান

‘তুমি ছাড়া আমি’। এই গানটি লিখেছেন নজরুল কবির এবং সুর দিয়েছেন এফ এ প্রিতম। চলতি বছরের এপ্রিলে কলকাতায় গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছিল। অবশেষে রানু মণ্ডলের সঙ্গে গাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলমের গাওয়া গান মুক্তি পেল। রবিবার গানটি মুক্তি পায় আশরাফুল আলমের নিজস্ব ইউটিউব চ্যানেলে।

এর আগে বলিউডের বিখ্যাত গায়ক হিমেশ রেশমিয়ার সঙ্গে গান করেছিলেন রানু। তাঁর ‘তেরি মেরি’ গানটি বিপুল ভাই'রাল হয়েছিল। কিন্তু খ্যাতির শীর্ষে উঠেও আবারও হারিয়ে গিয়েছিলেন রানু। তার নতুন কোনো গান সেভাবে রেকর্ড হয়নি।

রানুর প্রশংসায় পঞ্চ'মুখ হিরো আলম বলছেন, ‘দিদি সত্যিকারের ভালো গান গায়। ওঁর কণ্ঠ শুনে হিমেশ রেশমিয়া পর্যন্ত তাঁকে গান গাইবার সুযোগ করে দিয়েছিলেন। ওঁর সঙ্গে গান গাওয়ার সুযোগ পাওয়ায় নিজেকে ধন্য মনে করছি। ’

Back to top button
error: Alert: Content is protected !!