মাপে কম দেওয়ায় আ.লীগ নেতার ফিলিং স্টেশনকে জ'রিমানা

রাজবাড়ী কালুখালী উপ‌জে'লার মোহনপুর বাজা‌রে শেখ ফি‌লিং স্টেশ‌নে তে‌লে গ্রাহক‌দের তে‌লের প‌রিমান কম দেওয়ার অ'পরা‌ধে জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। শেখ ফি‌লিং স্টেশন রাজবাড়ী জে'লা আওয়ামী লী‌গের যুগ্ন সাধারণ সস্পাদক শেখ সো‌হেল রানা টিপুর ব‌লে জা‌নি‌য়ে‌ছেন স্থানীয়রা।

আজ মঙ্গলবার দুপু‌রে ভ্রাম‌্যমাণ আ'দালতে গ্রাহক‌দের তে‌লের প‌রিমাণ কম দেওয়ার অ'পরা‌ধে ১০হাজার টাকা জ‌রিমানা আদায় করা হয়। জ‌রিমানা আদা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, বিএস‌টিআই ফ‌রিদপুর কার্যাল‌য়ের প‌রিদর্শক (‌মে‌ট্রোল‌জ‌ি )‌ মোছা আ‌লেয়া খাতুন। তি‌নি ব‌লেন, দুপু‌রে মোহনপুর বাজা‌রে শেখ ফি‌লিং স্টেশ‌নে অ‌ভিযান প‌রিচালনা করা হয়। পাম্প মা‌লিক ডি‌জে'ল, পে‌ট্রোল ও অক‌টেন বি‌ক্রি ক‌রেন। তিন ধর‌ণের তে‌লের ওপর পরীক্ষা করা হয়। সেখা‌নে স্টেশন‌টি গ্রাহক‌দের তে‌লে ওজনে প‌রিমাপ কম দেয় ব‌লে প্রমাণ পাওয়া যায়। সেই প্রেক্ষি‌তে স্টেশন মা‌লিক‌কে জ‌রিমানা আদায় করা হয়।

রাজবাড়ী জে'লা প্রশাস‌নের সহকারী ক‌মিশনার মো: সাইদুর রহমান ব‌লেন, তে‌লের ওজন কম দেওয়ার অ'পরা‌ধে শেখ ফি‌লিং স্টেশ‌নে ১০হাজার টাকা জ‌রিমানা আদায় করা হ‌য়ে‌ছে। সেই সা‌থে স্টেশ‌নে দা‌য়িত্বরত ম‌্যা‌নেজার‌কে সতর্ক করা হ‌য়ে‌ছে।

Back to top button
error: Alert: Content is protected !!