দীর্ঘ বিরতির পর ২৫ কেজি ওজন কমিয়েছেন বড় পর্দা ফিরছেন মাহফুজ আহমেদ
দীর্ঘ বিরতির পর বড় পর্দা দিয়ে অ'ভিনয়ে ফিরছেন অ'ভিনেতা মাহফুজ আহমেদ। তাই ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য নিজের মতো করে প্রস্তুত হচ্ছেন এই জনপ্রিয় অ'ভিনেতা। অক্টোবরের শুরুর দিকে ‘প্রহেলিকা’ নামে একটি ছবিতে মনা চরিত্রে অ'ভিনয় করবেন তিনি। সেই মনা চরিত্রের জন্য ছয় মাসের বেশি সময় ধরে প্রস্তুতি নিচ্ছেন তিনি। এ জন্য ২০ থেকে ২৫ কেজি ওজন কমিয়েছেন মাহফুজ।
ওজন কমানো প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘আমি ফেরার মতো করেই ফিরতে চাই। অ'পেক্ষা করছিলাম সিনেমা দিয়ে কাজে ফিরব, ফিরছি। এ জন্য নিজেকে প্রস্তুত করছি অনেক দিন থেকে। ছবিতে আমা'র যে চরিত্র, সেই চরিত্রের বয়স অনুযায়ী নিজেকে প্রায় প্রস্তুত করে ফেলেছি। প্রায় ২৫ কেজি ওজন কমিয়ে এনেছি।’ মাঝে বেশ কয়েকটি কাজের প্রস্তাব থাকলেও কাজ করেননি মাহফুজ আহমেদ। তিনি বলেন, ‘মাঝে আমা'র কাছে বেশ কয়েকটি ওয়েব ফিল্মের প্রস্তাব এসেছিল, করিনি। করবও না। কারণ “প্রহেলিকা” দিয়েই ব্যাক করতে চাই। এই ছবির কাজ শেষ না করে অন্য কোনো কাজ করব না আমি।’
ছবিটির পরিচালক চয়নিকা চৌধুরী জানিয়েছেন, মাহফুজের প্রস্তুতির কোনো ছবি এখনই প্রকাশ করছেন না তাঁরা। তিনি বলেন, ‘চলতি মাসে শেষের দিকে ছবির কলাকুশলীদের নিয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান করব, তখন নতুনভাবে মাহফুজকে দেখতে পাবেন সবাই।’ পরিচালক আরও বলেন, ‘ছবিটির জন্য মাহফুজ আহমেদ যেভাবে পরিশ্রম করেছেন, এখনো করছেন, তা অবিশ্বা'স্য। আমি অনেক দিন পর তাঁকে দেখে চ'মকে গেছি। আমা'র বিশ্বা'স, দর্শকও চ'মকে যাবেন। ’
ছবির শুটিং শুরু হওয়া প্রসঙ্গে পরিচালক চয়নিকা বলেন, ‘২০ আগস্ট থেকে ছবির শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু আমা'র ছে'লে অ'সুস্থ হওয়ার কারণে পেছাতে হয়েছে। এখন সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরু থেকে কাজটি শুরু করব। প্রথমে সিলেটের সুনামগঞ্জের লোকেশনে শুটিং শুরু হবে। এরপর বাকি কাজ করবেন বান্দরবনের থানচিতে। ওই সময় শরতের আবহাওয়া পাওয়া যাবে। কাজটিও ভালো হবে।’
র'হস্যঘেরা স'ম্পর্কের গল্প নিয়ে ছবি ‘প্রহেলিকা’। এতে মাহফুজের বিপরীতে অ'ভিনয় করবেন শবনম বুবলি। ছবিটির চিত্রনাট্য করেছেন পান্থ শাহরিয়ার। সর্বশেষ ‘সাড়ে তিন খানা চিঠি’ নামের একটি নাট'কে অ'ভিনয় করেছিলেন মাহফুজ। নাট'কটি প্রচারিত হয় ২০১৮ সালে। আর সিনেমা ‘জিরো ডিগ্রি’। এটি মুক্তি পায় ২০১৪ সালের ১৮ এপ্রিল।