বিশ্ববিদ্যালয় ছা'ত্রীর গোসলের ভিডিও ধারণ, তরুণ আ'ট'ক
ইস'লামী বিশ্ববিদ্যালয়ের পার্শবর্তী শেখপাড়া বাজারে এক ছা'ত্রীর গোসলের ভিডিও ধারণের অ'ভিযোগে একজনকে আ'ট'ক করেছে শৈলকুপা থা'না পু'লিশ। এবং পর্ণোগ্রাফী নিয়ন্ত্রণ আইনের ৮ ধারার ১ ও ২ উপধারায় মা'মলা দিয়ে ঝিনাইদহ আমলী আ'দালতে পাঠানো হয়েছে। শৈলকূপা থা'নার ওসি আমিনুল ইস'লাম এ তথ্য নিশ্চিত করেন। অ'ভিযু'ক্তের নাম সাগর (২০)। তিনি ঝিনাইদহ জে'লাট শৈলকূপা উপজে'লার শেখপাড়া গ্রামের সাজ্জাদ শেখের ছে'লে।
জানা যায়, সোমবার রাত ৮টার দিকে শেখপাড়া বাজারের ইস'লামী ব্যাংক শাখার পেছনের ছা'ত্রীনিবাসে গোসল করছিলেন ভুক্তভোগী ছা'ত্রী। এ সময় অ'ভিযু'ক্ত সাগর তার গোসলের ভিডিও ধারণ করতে থাকে। ওই ছা'ত্রী ভিডিও করা দেখে চি'ৎকার দিয়ে উঠলে অ'ভিযু'ক্ত ছে'লেটি পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ছা'ত্রী শৈলকূপা থা'নায় জিডি করেন। এর ভিত্তিতে শৈলকূপা থা'না পু'লিশ অ'ভিযু'ক্ত সাগরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থা'নায় নিয়ে গেলে তিনি অ'প'রাধ স্বীকার করেন। পরে অ'ভিযু'ক্তকে পর্ণোগ্রাফী নিয়ন্ত্রণ আইনের ৮ ধারার ১ ও ২ উপধারায় মা'মলা দিয়ে ঝিনাইদহ আমলী আ'দালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শৈলকূপা থা'নার ওসি আমিনুল ইস'লাম বলেন, অ'ভিযু'ক্তকে পর্ণোগ্রাফী নিয়ন্ত্রণ আইনের ৮ ধারার ১ ও ২ উপধারায় মা'মলা দিয়ে ঝিনাইদহ আমলী আ'দালতে পাঠানো হয়েছে। ভিডিওটি ডিলিট করে দেওয়ায় এখনো উ'দ্ধার করা সম্ভব হয়নি। তবে রিকভা'র করার কাজ চলছে।
এদিকে এ ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে পৃথক পৃথক কর্মসূচি করেছে প্রগতিশীল তিন ছাত্র সংগঠন শাখা ছাত্র মৈত্রী, ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন। বুধবার বেলা ১১ টায় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেন শাখা ছাত্র মৈত্রী। মানববন্ধনে দপ্তর সম্পাদক আশিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইস'লাম মোরশেদ। এসময় সংগঠনটির অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দুপুর দেড়টায় একই দাবিতে বি'ক্ষোভ মিছিল করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। মিছিলটি তাদের দলীয় টেন্টে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মানববন্ধনে মিলিত হন। মানববন্ধনে সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান সুইটের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি জিকে সাদিক, সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াস। এসময় সাংগঠনিক সম্পাদক মেহেদী রাফি, কোষাধ্যক্ষ ওবাইদুর রহমান আনাস, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন সহ সংগঠনটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বেলা ১২ টায় প্রশাসন ভবনের সামনে নিরাপত্তা নিশ্চিত ও শতভাগ আবাসিকতার দাবিতে মানববন্ধন করেন শাখা ছাত্রলীগ। সংগঠনটির সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সভাপতি ফয়সাল সিদ্দিকী' আরাফাত, সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ অন্যান্যরা। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহ সভাপতি তন্ময় সাহা টনি, আল মামুন, বনি আমিন, মৃদুল হাসান রাব্বি, মামুনুর রশিদ, রকিবুল ইস'লাম, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুম'দারসহ অন্য নেতাকর্মীরা।
পরে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বরাবর স্মা'রকলিপি দেন তারা। উপাচার্যের পক্ষে স্মা'রকলিপি গ্রহন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া। পৃথক কর্মসূচিতে ছাত্র সংগঠনের নেতারা বলেন, বিভিন্ন সময় শিক্ষার্থীরা বখাটেদের দ্বারা নানা ভাবে হেনস্থার শিকার হচ্ছেন, স্থানীয়দের দ্বারা মা'রধরের শিকার হচ্ছেন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন কার্যকারী পদক্ষেপ নিচ্ছেন না। আম'রা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জো'র দাবি জানাচ্ছি।