আর অটো চয়েজ থাকছে না মু'স্তাফিজ
বাংলাদেশ ক্রিকেট দলের যে কয়জন নির্দিষ্ট খেলোয়াড় রয়েছেন তার মধ্যে অন্যতম মোস্তাফিজুর রহমান। বিশ্ব ক্রিকে'টে যাকে এক নামে চেনে কা'টার মাস্টার বলে। সেই মোস্তাফিজ আর বাংলাদেশ দলের অটো চয়েজ থাকছেন না।
বিশষ করে টি-টোয়েন্টি দলের অটো চয়েজ এই বাহাতি পেসার। কিন্তু সাম্প্রতিক সময়ের ফর্ম ভাবিয়ে তুলেছে তাকে দলে রাখা না রাখা নিয়ে। এশিয়া কাপে আ'ফগা'নিস্তান ম্যাচের কঠিন সময়ে এক ওভা'রে ১৭ রান দিয়ে ম্যাচ হা'রানোর পর এরপরই সমালোচনার তোপে ‘দ্য ফিজ’। শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি একাদশে জায়গা হারাবেন কিনা এমন প্রশ্নও উঠেছে।
এই প্রশ্নের উত্তরও এসেছে। আজ বুধবার (৩১ আগস্ট) দুবাইয়ে সংবাদ সম্মেলনে দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘মু'স্তাফিজকে অটো চয়েজ ভাবার সময় শেষ হয়েছে।’