স্বামীর কিডনি বিক্রির টাকায় গো'পনে বিয়ে করলেন স্ত্রী'

সাতক্ষীরার কলারোয়া উপজে'লার লাঙ্গলঝাড়া গ্রামে কিডনি বিক্রির টাকা নেওয়ার পর স্বামীকে গো'পনে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেছেন এক নারী। এ ঘটনা জানার পর সাবেক স্বামী বিষপান করে মা'রা গেছেন।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে কলারোয়া থা'নার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৩১ আগস্ট) দুপুরে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

নি'হত ব্যক্তি সাতক্ষীরা সদর উপজে'লার আইচপাড়া গ্রামের মৃ'ত লতিফ সরদারের ছে'লে আতাউর রহমান (৪০)। অ'ভিযু'ক্ত ব্যক্তি উপজে'লার লাঙ্গলঝাড়া গ্রামের শরিফুল ইস'লামের মে'য়ে রুবিনা খাতুন।

নি'হতের মা জাহানারা খাতুন জানান, তার ছে'লে প্রথম স্ত্রী' ও দুই সন্তান রেখে গো'পনে রুবিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। কিছু দিন পর ভা'রতে গিয়ে একটি কিডনি বিক্রি করে প্রায় তিন লাখ টাকা ছোট স্ত্রী' রুবিনাকে দেয়। এ সময় টাকা পাওয়ার পর রুবিনা আতাউর রহমানকে তালাক দিয়ে অন্য একটি ছে'লেকে গো'পনে বিয়ে করে। এ খবর শোনার পর বিষ খেয়ে মা'রা যান আতাউর রহমান।

নি'হতের শাশুড়ি ম'র্জিনা খাতুন বলেন, আতাউর অন্য স্থান থেকে বিষ খেয়ে বাড়ির উঠানে এসে পড়ে যায়। এ সময় তাকে উ'দ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃ'ত ঘোষণা করেন।

লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ কালাম বলেন, আমা'র ইউনিয়নের একজন বিষপানে মা'রা গেছেন, এই খবরটি শুনেছি। এ সংবাদ পেয়ে ম'রদেহ উ'দ্ধার করে ম'র্গে পাঠিয়েছে পু'লিশ।

এ বিষয়ে কলারোয়া থা'নার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, আতাউর নিজের কিডনি বিক্রি করেন। পরে সেই টাকা দিয়েছিলেন ছোট স্ত্রী' রুবিনাকে। তবে রুবিনা খাতুন গো'পনে অন্য একটি ছে'লেকে বিয়ে করায় অ'ভিমানে বিষপান করে মা'রা গেছেন আতাউর। ইতোমধ্যে এ ঘটনায় থা'নায় একটি অ'পমৃ'ত্যুর মা'মলা হয়েছে।

Back to top button
error: Alert: Content is protected !!