বিশ্বকাপ ফাইনাল: ব্রাহ্মণবাড়িয়ায় মাঠে থাকবে পু'লিশের অ'তিরিক্ত ১৪ টিম
কাতার বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে যে কোনো সংঘাত এড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় মাঠে থাকবে পু'লিশের অ'তিরিক্ত ১৪ টিম। আজ রবিবার ১৮ ডিসেম্বর বিকেল অ'তিরিক্ত পু'লিশ সুপার (ক্রা'ইম এন্ড অবস) জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে তিনি বলেন, ফাইনালে ব্রাজিল না থাকায় আর্জেন্টিনার সম'র্থক বেশি। ফাইনাল খেলাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত সম'র্থকরা। তাই খেলার আগে-পরে যেন কোনো অ'প্রীতিকর ঘটনা ঠেকাতে জে'লা শহরে সাতটিসহ পু'লিশের অ'তিরিক্ত ১৪টি টিম মাঠে কাজ করবে।
এর আগে গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত কো'পা আ'মেরিকার ফাইনাল ম্যাচের আগে আর্জেন্টিনা-ব্রাজিল সম'র্থকদের মধ্যে হা'মলা-পাল্টা হা'মলার ঘটনা ঘটে।
এছাড়া আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যকার ফাইনাল ম্যাচের পরেও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজে'লার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে দুই দলের সম'র্থকদের মধ্যে সং'ঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পু'লিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল।