বাবা হলেন মোহাম্ম'দ রিজওয়ান

পা'কিস্তানি তারকা ক্রিকেটার মোহাম্ম'দ রিজওয়ান চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতাচ্ছেন। বাংলাদেশে খেলতে এসে রিজওয়ান নিজের খেলার সঙ্গে কুমিল্লা দলের খেলোয়াড়দের সাহায্য করছেন নিয়মিত। রিজওয়ান যখন বিপিএলে ব্যাস্ত ঠিক তখনি বাবা হওয়ার সুখবর পেলেন। শুক্রবার (২৭ জানুয়ারী) এক টুইট করে এমনটা জানান এই ক্রিকেটার।

পা'কিস্তানের উইকেট-রক্ষক ব্যাটার মোহাম্ম'দ রিজওয়ান যিনি ইতিমধ্যেই দুই মেয়ের বাবা হয়েছেন। শুক্রবার তৃতীয় কন্যার জন্ম দিয়েছেন। কন্যার বাবা হওয়ার পর এই তারকা টুইটারে লিখেছেন, প্রিয় নবী মুহাম্ম'দ সাঃ বলেছেন, আপনি যদি আপনার মেয়েদের ভরণপোষণ দেন এবং তাদের যত্ন নেন তবে আপনি জান্নাতে আমা'র সাথে থাকবেন।”

রিজওয়ান কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেন, “আলহাম'দুলিল্লাহ,”। এটা আল্লাহর রহমত যে তিনি কন্যা সন্তান লাভ করেছেন। এই ক্রিকেটারের বাবা হওয়ার খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে। সম'র্থকরা অ'ভিনন্দন জানান ও মে'য়ের সুস্থতা কামনা করেন।

Back to top button
error: Alert: Content is protected !!