অ'ভিনেত্রীর শ্বা'সনালী পো'ড়া, সিগারেটের আ'গুন বলছে পু'লিশ
রাজধানীর মিরপুরে শুটিং চলাকালীন বি'স্ফোরণে দ'গ্ধ হয়ে হাসপাতা'লে ভর্তি থাকা ছোট পর্দার অ'ভিনেত্রী শারমিন আঁখির অবস্থা আশ'ঙ্কাজনক। তার শ্বা'সনালী পু'ড়ে গেছে। দ'গ্ধ হয়ে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এইচডিইউতে চিকিৎসাধীন। পু'লিশ বলছে, বাথরুমে সিগারেট ধ'রানোর সঙ্গে সঙ্গে এ অ'গ্নিকা'ণ্ডের ঘটনা ঘটে।
রোববার (২৯ জানুয়ারি) বিকেলে বার্ণ ইনস্টিটিউটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, দ'গ্ধ অ'ভিনেত্রী শরীরের ৩৫ শতাংশ পু'ড়ে গেছে। তার শ্বা'সনালীতে বার্ণ আছে। বর্তমানে সে এইচডিইউতে চিকিৎসাধীন। তার অবস্থা আশ'ঙ্কাজনক।
এদিকে পল্লবী থা'নার ভা'রপ্রাপ্ত কর্মক'র্তা (ওসি) পারভেজ ইস'লাম জানান, শুটিং করতে গিয়ে আ'গুনে দ'গ্ধের ঘটনাস্থলে গত শনিবার (২৮ জানুয়ারি) রাতে পু'লিশ পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে জানা গেছে, বাথরুমে সিগারেট ধ'রানোর সঙ্গে সঙ্গে আ'গুন ধরে তিনি দ'গ্ধ হন। বর্তমানে তিনি বার্ণ ইন্সটিটিউট ভর্তি আছেন। বিষয়টি আরও ত'দন্ত করে দেখা হচ্ছে।
এদিকে মিরপুর ফায়ার সার্ভিস থেকে সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাবুদ্দিন জানান, গত শনিবার মিরপুরে কোনো অ'গ্নিকা'ণ্ডের খবর তারা পাননি। এছাড়া ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ডিউটি অফিসার রোজিনা ইস'লামও একই কথা বলেন।