অবশেষে বিয়ের কথা স্বীকার করলেন শামীম অহনা!
শামীম হাসান সরকার ও অহনা রহমান ছোট পর্দায় জনপ্রিয় জুটি। প্রায় ডজন দুয়েক নাট'কে তাদের এক সাথে দেখা গেছে। এবার বিয়ের পিড়িতে বসলেন তারা। নিজেদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন ‘বিয়ে ট্রাবল’।
বিয়েটা আসলে বাস্তবে নয়। ‘বিয়ের ট্রাবল’ শিরোনামের একটি নাট'কে তারা বিয়ে করেছেন। নাট'কটি পরিচালনা করেছেন মহিন খান। তাদের এমন পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মন্তব্যের শেষ নেই।
নির্মাতা মোহন আহমেন শামীম-অহনাকে উদ্দেশ্যে করে লিখেছেন কংগ্রেচুলেশন। জাহান আসিফ লিখেছেন- তোম'রা কি প্রতিদিন এভাবে জামাই-বউ সাজো? জবাবে শামীম লিখেছেন- হ্যা সাজি। অ'ভিনেত্রী রেশমা আহমেদ লিখেছেন- নাইস জুরি। মিডিয়া পাড়ার অনেকের মন্তব্য দেখে বোঝা যায় তারা বিশেষ স'ম্পর্কে রয়েছেন। শুধু অন স্ক্রিন নয় অফ স্ক্রিনেও তারা চুটিয়ে প্রে'ম করছেন বলে জানা যায়। তবে এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন তারা। দু’জনের ভাষ্যমতে তারা খুব ভাল বন্ধু।
বেশ কিছু দিন আগে এই জুটির ছবি সম্বলিত একটি বিবাহের হলফনামা প্রকাশ করে শামীম লিখেন ‘আলহাম'দুলিল্লাহ’। পরবর্তী সময়ে জানা যায় সেটিও নাট'কের জন্য তৈরি করা হয়েছিল। নেটিজেনদের অনেকেই তাদেরকে অ'ভিনন্দন জানিয়েছেন। তবে কেউ কেউ সেটিকে নাট'কের গল্প বলেও মন্তব্য করেছেন, তাদের ধারণাই ঠিক। সেই নাট'কের নাম ‘কোটি টাকার কাবিন’। আসছে ভালবাসা দিবসে এটি মুক্তি পাবে বলে জানা যায়।