সোনার চামচে খাবেন পরীমণির ছে'লে

পরীমণি দেশের আ'লোচিত-সমালোচিত অ'ভিনেত্রী। ভালোবেসে বিয়ে করেন অ'ভিনেতা শরীফুল রাজকে।বিয়ের পরে এই তারকা দম্পতির কোলজুড়ে এসেছে ফুটফুটে পুত্রসন্তান। রাজ-পরীর রাজ্যের সবকিছু এখন শাহীম মুহাম্ম'দ রাজ্যকে ঘিরে। গত বছরের ১১ আগস্ট রাজ-পরীর কোল আলো করে জন্ম নেয় রাজ্য। সে হিসেবে আগামী ১১ ফেব্রুয়ারি ছয় মাস পূর্ণ হবে রাজ্যের।

ছে'লের মুখেভাত অনুষ্ঠানের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই তারকা দম্পতি। অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্যের জন্য তার বাবা কিনেছেন সোনার চামচ ও বাটি।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পরিমণি তার ফেসবুক অ্যাকাউন্টে স্বর্ণের চামচ ও বাটির ছবি পোস্ট করেন। এর ক্যাপশনে লিখেন, ‘বাজানের মুখে ভাতের আয়োজন। রাজ মিথ নিয়ে ফানটা খুব আরাম করেই করে। এসব ছে'লের বাবার কা'ণ্ড। সুন্দর না? এসবে কেউ আদিখ্যেতা মনে করলে আমা'র কিন্তু ভালোই লাগবে।’

Back to top button
error: Alert: Content is protected !!