কানাডায় দুর্ঘ'টনার শিকার কুমা'র বিশ্বজিতের ছে'লে আইসিইউতে
কানাডার টরেন্টোতে কণ্ঠশিল্পী কুমা'র বিশ্বজিতের ছে'লে নিবিড় কুমা'র ভ'য়াবহ সড়ক দুর্ঘ'টনার শিকার হয়েছেন। দেশটির স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে টরেন্টোর ৪২৭ সাউথবাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটে এ দুর্ঘ'টনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতা'লে (আইসিইউতে) নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়া হয়।
এ খবরটি নিশ্চিত করেছেন শিল্পীর ঘনিষ্ঠজনরা। একই দুর্ঘ'টনায় আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জে'লা বারৈ নামের ৩ বাংলাদেশি শিক্ষার্থী নি'হত হয়েছেন।
পারিবারিক সূত্র জানায়, আ'হত হওয়ার পর থেকে টরেন্টোর সেন্ট মাইকেল হাসপাতা'লে চিকিৎসাধীন নিবিড়। চিকিৎসকরা তাকে আরও ৬-১৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবেন।
স্থানীয় পু'লিশ সূত্রে জানা গেছে, দুর্ঘ'টনাকবলিত গাড়িটি চালাচ্ছিলেন নিবিড় কুমা'র। বাকিরা ছিলেন সহযাত্রী। দুর্ঘ'টনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই দুজনের মৃ'ত্যু হয়। তৃতীয়জন হাসপাতা'লে নেওয়ার পর মা'রা যান। তারা সবাই প্রবাসী শিক্ষার্থী হিসেবে কানাডায় পড়াশোনা করছিলেন বলে জানা গেছে।
এদিকে দুর্ঘ'টনার খবর পেয়েই কানাডার পথে রওয়ানা দিয়েছেন কুমা'র বিশ্বজিৎ। নিবিড়কে নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।