শাকিব খানের সঙ্গে আমা'র নাম দেখে অ'বাক হয়েছি: মাহি
দেশের জনপ্রিয় অ'ভিনেত্রী সামিরা খান মাহি। ক্যারিয়ারের বয়স গুনলে সাফল্যের গণিত তার খুব দ্রুতই এসেছে। একাধিক অনলাইন প্লাটফর্মসহ ভিউ দখলকরা চ্যানেলগুলোর এখন অন্যতম চাহিদার নাম এই অ'ভিনেত্রী। সম্প্রতি নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন একটি সংবাদমাধ্যমের সঙ্গে। সাক্ষাৎকারটি তুলে ধ'রা হলো-
এখনকার ব্যস্ততা নিয়ে জানতে চাই শুরুতে? জবাবে তিনি বলেন, ভালোবাসা দিবস উপলক্ষে তিনটি নাট'কের কাজ করেছি। সামনে আছে ঈদ। ঈদের কাজগুলো নিয়ে এখনো পরিকল্পনা করিনি। ভালোবাসা দিবসের আ'মেজ চলে গেলেই ঈদের কাজের পরিকল্পনা করবো।
প্রায় সবাই এখন ওটিটির দিকে ঝুঁকছে। আপনাকে এই প্ল্যাটফর্মে দেখা যায় না বললেই চলে। নাকি সময় করে উঠতে পারছেন না? তিনি বলেন, ওটিটিতে কাজগুলো অবশ্যই ভালো হচ্ছে। এজন্যই সবাই এই প্লাটফর্মের দিকে ঝুঁকছে। আমা'রও প্ল্যান আছে কাজ করার। আশা করি শিগগিরিই দর্শকরা আমাকে পাবেন।
শুনলাম চঞ্চল চৌধুরীর সঙ্গে আপনার একটি ওটিটির কন্টেন্ট আসছে? তিনি বলেন, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। সময় হলেই সব বলবো। যেহেতু ডিটেইল বলাটা প্রডাকশনের মানা রয়েছে। তাই বিস্তারিত বলতে চাই না।
ওটিটির কারণে অ'ভিনয়শিল্পীরা টিভি-নাট'ক অনেকটাই কমিয়ে দিয়েছেন। অনেকে সরাসরি অনাগ্রহও প্রকাশ করছেন। এটার জন্য টিভি-নাট'কে সংকট তৈরি হবে কিনা? তিনি বলেন, ওটিটির জন্য আসলে আমি নাট'ক কমিয়ে দেয়নি। আমি এখন সংখ্যার চেয়ে গুনগত মানের দিকে বেশি নজর দিচ্ছি। কারণ, আমা'র কাছে এখন সংখ্যার চেয়ে মানের বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। আর যারা নাট'ক ছেড়ে ওটিটিতে অ'ভিনয় করছেন এটা তাদের একান্তই ব্যক্তিগত বিষয়। আম'রা যারা অ'ভিনয়শিল্পী আছি তারা প্রত্যেকেই চাই, দিন শেষে যেনো আমাদের কাজটি ভালো হয়।
‘শাকিব খানের নায়িকা হচ্ছেন সামিরা খান মাহি’ কিছুদিন আগে এমন খবর এসেছিল। এটা কতটা সত্য। আর বড় পর্দায় আপনাকে দর্শক কবে দেখতে পাবে? তিনি বলেন, বিষয়টি আমি নিজেও কিছু জানি না। দেখলাম, কয়েকটি গণমাধ্যমে নিউজ হয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখি শাকিব ভাইয়ের নাম জড়িয়ে আমা'র একটি নিউজ হয়েছে। বিষয়টি দেখে আমি অ'বাক হয়েছি। ওই বিষয়ে উনার টিমসহ কারো সঙ্গে আমা'র কথা হয়নি। কেনো নিউজ হলো সেটাও আমি জানি না। তবে পরিকল্পনা আছে, সবকিছু ঠিক থাকলে বড় পর্দায় অ'ভিনয় করবো।