পবিত্র শবে মেরাজ শনিবার
পবিত্র শবে মেরাজ পালিত হবে শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে। ইস'লামিক ফাউন্ডেশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শবে মেরাজ মু'সলমানদের কাছে বিশেষ ম'র্যাদার। ধ'র্মপ্রা'ণ মু'সলমানরা নফল ইবাদত-বন্দেগির মধ্যদিয়ে এ মূল্যবান রাত কা'টান। এই দিন অনেকে নফল রোজাও রাখেন।
‘শবে মেরাজ’ অর্থ ঊর্ধ্ব গমনের রাত। মু'সলমানদের ধ'র্ম বিশ্বা'স অনুযায়ী, ২৬ রজব দিনগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হ'জরত মোহাম্ম'দ (স.) আল্লাহ তা’য়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। এ বছর সেই রাতটি পড়েছে আগামীকাল ১৮ ফেব্রুয়ারি।
রজব হিজ'রি সনের বিশেষ ও মহিমান্বিত একটি মাস। এ মাস আসে রমজানের আগমনী বার্তা নিয়ে। তাই এই রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতে হবে। এ মাসের বড় বৈশিষ্ট্য হলো-এ মাস আল্লাহ প্রদত্ত চারটি সম্মানিত মাসের (আশহুরে হুরুমের) একটি।
পবিত্র শবে মেরাজ উদযাপন উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় ম'সজিদে আলোচনা সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পবিত্র শবে মেরাজের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এ আলোচনা সভা'র আয়োজন করছে ইস'লামিক ফাউন্ডেশন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় (বাদ জোহর) এ আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। শুক্রবার ইস'লামিক ফাউন্ডেশনের এক সংবাদ বি'জ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন ইস'লামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অ'তিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম। আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ড. মোহা. আবদুল কাদির।