ব্যারিস্টার সুমনের বি'রুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মা'মলা

সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমনের বি'রুদ্ধে মানহানি মা'মলা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গো'লাপ। বৃহস্পতিবার ঢাকার মহানগর তৃতীয় যুগ্ম জজ আ'দালতে করা এই মা'মলায় তিনি ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণের আরজি জানিয়েছেন। যু'ক্তরাষ্ট্রে গো'লাপের ‘বাড়ি’ নিয়ে দুদকে সুমন অ'ভিযোগ দেওয়ার পর এই মা'মলা হল।

গত বৃহস্পতিবার গো'লাপের বি'রুদ্ধে দু'র্নীতি দমন কমিশনে অ'ভিযোগ দিয়েছিলেন সুমন। এরপর সাংবাদিকদের সঙ্গেও কথাও বলেছিলেন তিনি।

অ'ভিযোগে সুমন বলেছিলেন, আবদুস সোবহান গো'লাপ যু'ক্তরাষ্ট্রের নিউইয়র্ক এবং অন্যান্য দেশে একাধিক বাড়ি কিনেছেন। তিনি ২০১৮ সালের নির্বাচনী হলফনামায় এ তথ্য গো'পন করেছেন। তিনি ক্ষমতার অ'পব্যবহার ও দু'র্নীতির মাধ্যমে দেশে-বিদেশে বিপুল পরিমাণ অ'বৈধ সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে ত'দন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: Alert: Content is protected !!