ক্যান্সার ধ'রা পড়ার পর নববধূর ঝুলন্ত লা'শ উ'দ্ধার
কুমিল্লার বুড়িচং উপজে'লা থেকে সুমাইয়া আক্তার (২২) নামের এক নববধূর ঝুলন্ত লা'শ উ'দ্ধার করেছে পু'লিশ। গতকাল বৃহস্পতিবার বুড়িচং উপজে'লার ডুবাইরচর গ্রাম থেকে তার লা'শ উ'দ্ধার করা হয়।
সুমাইয়া ঢাকার সবুজবাগ থা'নার নাছির উদ্দিনের স্ত্রী' ও ডুবাইরচর গ্রামের আবুল হাশেমের মে'য়ে। ঘটনাস্থল থেকে বাবা ও মাসহ পরিবারের সদস্যদের উদ্দ্যেশ্যে সুমাইয়ার লেখা চিঠি উ'দ্ধার করা হয়েছে।
সুমাইয়ার মা সানু বেগম জানান, তিন মাস আগে ঢাকার সবুজবাগ থা'নার নাছির উদ্দিনের সঙ্গে তার মে'য়ের বিয়ে হয়। বিয়ের পর সুমাইয়া অ'সুস্থ পড়ে। পরে কুমিল্লায় এনে পরীক্ষার পর তার মে'য়ের ক্যান্সার শনাক্ত হয়। এরপর সুমাইয়া রিপোর্টগুলো ছিড়ে ফেলে দেয়। গত বৃহস্পতিবার দুপুরে বিশ্রামের কথা বলে একটি কক্ষের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহ'ত্যা করে।
বুড়িচং থা'নার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, ময়নাত'দন্তের জন্য লা'শ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতা'লের ম'র্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বাবা ও মাসহ পরিবারের সদস্যদের উদ্দ্যেশ্যে সুমাইয়ার লেখা চিঠি উ'দ্ধার করা হয়েছে। ময়নাত'দন্তের রিপোর্ট পেলেই মৃ'ত্যুর সঠিক কারণ জানতে পারব।
চিঠিতে সুমাইয়া লেখেন, তার শ্বশুরবাড়ির লোকজন ভালো ছিল। গত ১৫ দিন আগে দেবরকে নিয়ে বাবার বাড়িতে আসেন। অ'সুস্থ হওয়ায় ডাক্তার দেখান। রিপোর্টে ক্যান্সার ধ'রা পড়ে।
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, তার শ্বশুরবাড়ি থেকে দেওয়া শাড়ি গহনাসহ সব যেন ফিরিয়ে দেওয়া হয়। মৃ'ত্যুর কারণ হিসেবে উল্লেখ করেন ক্যানসার হওয়ায় তার চিকিৎসার জন্য তার বাবা মা'র পক্ষে এত টাকা খরচ চালানো সম্ভব নয়। তাই সে আত্মহ'ত্যার পথ বেছে নিয়েছে।