ফেনীতে উভ'য় লি'ঙ্গ নিয়ে নবজাতকের জন্ম

ফেনীতে উভ'য় লি'ঙ্গ নিয়ে এক নবজাতকের জন্ম হয়েছে। এমন খবরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জে'লাজুড়ে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ফেনী জেনারেল হাসপাতা'লে ওই নবজাতকের জন্ম দেন ছাগলনাইয়া উপজে'লার মটুয়া এলাকার এক নারী।

বিষয়টি নিশ্চিত করে ফেনী জেনারেল হাসপাতা'লে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগম জানান, প্রসব যন্ত্র'ণা নিয়ে ছাগলনাইয়া উপজে'লার এক নারী আজ (১৭ ফেব্রুয়ারি) সকালে হাসপাতা'লে ভর্তি হন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে স্বাভাবিক প্রসবের প্রস্তুতি নেওয়া হয়। ভূমিষ্ঠ হলে ওই নবজাতকের মধ্যে পুরুষ ও স্ত্রী' উভ'য় লি'ঙ্গের বৈশিষ্ট্য দেখা যায়।

নবজাতকের দাদী জানান, আমা'র ছে'লের বউ গর্ভবতী হলে নিয়মিত ডাক্তার দেখিয়েছি। ডাক্তারের পরাম'র্শে আল্ট্রাসনোগ্রাম করা হলে মা'র্চের ২০ তারিখ সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। গতকাল (১৬ ফেব্রুয়ারি) রাতে তার প্রসব বেদনা বেড়ে গেলে আজ (১৭ ফেব্রুয়ারি) সকালে ফেনী জেনারেল হাসপাতা'লে নিয়ে আসা হয়।

ফাতেমা বেগম আরও জানান, জন্মের পর থেকে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। চিকিৎসকরা তাদের হাসপাতা'লে ভর্তি রেখে পর্যবেক্ষণের জন্য পরাম'র্শ দিয়েছেন।

হাসপাতা'লে দায়িত্বরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সরোয়ার হোসেন বলেন, আম'রা আপাতত দুজনকেই হাসপাতা'লে ভর্তি রেখেছি। যেহেতু শি'শুটি উভ'য় লি'ঙ্গের তাই তার জটিল সার্জারির প্রয়োজনে ঢাকা বা চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হতে পারে।

হাসপাতা'লের আবাসিক মেডিকেল কর্মক'র্তা ডা. আসিফ ইকবাল জানান, এটা শি'শুটির জন্মগত ত্রুটি। উন্নত চিকিৎসা ও সার্জারির মাধ্যমে এর সমাধান হতে পারে। এমন ঘটনা এর আগেও ঘটেছে। পরবর্তী উন্নত চিকিৎসার জন্য শি'শুটিকে ঢাকায় স্থা'নান্তরের পরাম'র্শ দেওয়া হয়েছে।

Back to top button
error: Alert: Content is protected !!