মানুষের অ'ভিশাপ, বদ দু’আ খুবই ভ'য়াবহ জিনিস: প্রভা

দেশের জনপ্রিয় অ'ভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে অন্যদের মতো ফেসবুকে দেখা যায় না। তিনি ঘুরে বেড়ান ইনস্টাগ্রামে। মনের আনন্দ, ক্ষোভ কিংবা হতাশা প্রকাশ করেন সেখানেই। ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। গতকাল শুক্রবার নিজের ইনস্টাগ্রামে প্রভা লিখেছেন, ‘মানুষের অ'ভিশাপ, বদ দু’আ, নিঃশব্দে দুই ফোটা চোখের পানি, আকাশের দিকে তাকিয়ে একটা ভা'রি দীর্ঘশ্বা'স— খুবই ভ'য়াবহ জিনিস!’

এরপর তিনি লিখেছেন, ‘আল্লাহর দরবারে যদি একটা বদ দু’আ কবুল হয়ে যায়, যদি এক ফোটা চোখের পানি আরশ মহলে পৌঁছায়, সেটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে!’

সম্প্রতি ভু'য়া টিক ট'ক আইডির যন্ত্র'ণায় নাকাল প্রভা। কিছুদিন আগে নেট দুনিয়ায় সেটিও জানিয়েছিলেন। একটি ভু'য়া টিকট'ক অ্যাকাউন্টের স্ক্রিনশট শেয়ার করে প্রভা লিখেছিলেন, ‘আমি আপনাদের কাছে আজকে একটা সাহায্য চাইব। টিকট'ক প্লাটফর্মে আমা'র কোনো আইডি নেই।

ইতোমধ্যে যারা যারা ভেবেছেন যে, এটা আমা'র বা আমা'র নাম করে যেসকল টিকট'ক আইডি আপনারা ফলো দিয়ে রেখেছেন, সেগুলো কোনোটাই আমা'র না। তাই আপনারা যদি সত্যিকারে আমা'র ভালো চান, শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই আইডিগুলোতে রিপোর্ট করে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য সাহায্য করবেন।’

Back to top button
error: Alert: Content is protected !!