নাম বলব না, একজন একটা ভিডিও ছেড়েছেন জয়ও সেটি দেখেছে: অ'পু

ঢাকায় সিনেমা'র এক সমেয়র আ'লোচিত নায়িকা অ'পু বিশ্বা'স।সম্প্রতি‘লাল শাড়ি’সিনেমা নিয়ে কথা বলতে একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে গিয়েছিলেন অ'পু ও সাইমন সাদিক জুটি। অ'পু বিশ্বা'স তার সন্তান আব্রাহাম খান জয়ের উদ্দেশে তিন লাইনের চিঠিতে লেখেন- ‘জয়, তুমি বড় হও। তোমা'র সঙ্গে মায়ের আশীর্বাদ আছে। তুমি তোমা'র ভাইকে অনেক ভালোবাসবে।’

সাইমন চিঠিটি পড়ে শোনান। ভাই বলতে শাকিব খানের আরেক সন্তান বীরের নামটি এখানে উল্লেখ না করলেও সাইমন যখন অ'পুর কাছে জানতে চান, ‘ভাই মানে বীর, রাইট?’ অ'পু হাসতে হাসতে মা'থা ঝাঁকিয়ে সায় দেন।

বুবলীর ছে'লে বীরের খবর প্রকাশ্যে এলেও এত দিন তাকে নিয়ে কোনো মন্তব্যই করেননি শাকিবের আরেক সন্তান জয়ের মা অ'পু বিশ্বা'স। বুবলীকে ইঙ্গিত করে অ'পু বলেন, ‘উনি যা যা করছেন বা করেন, তা তো আমা'র সন্তান দেখছে। আমা'র সন্তানের তো বোঝার বয়স হয়ে গেছে। এখন জয়ের বয়সিরা অনলাইনে লেখাপড়া করে। আমি নাম বলব না, একজন তো একটা ভিডিও ছেড়েছেন। জয়ও সেই ভিডিও দেখেছে। সুতরাং এসব ভিডিওতে তার ওপরও তো প্রভাব পড়তে পারে। কিন্তু আমি তো সেই কাজটি করব না। আমি আমা'র সন্তানকে সঠিক পথে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলব।’

অ'পু আরও বলেন, ‘আমি মনে করি, আমা'র পারিবারিক শিক্ষা মানুষকে সম্মান দেওয়া, ক্ষতি করা নয় এবং আমি সেটা করার চেষ্টা করি। কে কাকে ছোট করছে, সেই বোধবুদ্ধি আমা'র আছে। আমি অনেক দিন থেকেই এসব বিষয় নিয়ে মিডিয়া এড়িয়ে চলতে চেয়েছি। কিন্তু সিনেমা'র মানুষ হওয়ায় মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে টুকটাক তা সামনে চলে আসে।’

অ'পু বিশ্বা'স বলেছেন, ‘পৃথিবীতে আমা'র কাছে সব সন্তানই পবিত্র। সব বাচ্চাই আমা'র স্নেহের। সন্তানের মানসিক বিকাশের জন্য পুঁথিগত বিদ্যার চেয়ে পারিবারিক শিক্ষা অ'তি জরুরি। মানুষের সঙ্গে আচার–আচরণ কেমন হবে, আমি আমা'র বাচ্চাকে সেই শিক্ষা দিচ্ছি।’

Back to top button
error: Alert: Content is protected !!