প্রধানমন্ত্রীকে গান শোনালেন মেয়র আতিক

আজ সকাল থেকে রাজধানীর মিরপুর-কালশী ফ্লাইওভা'রের উদ্বোধনী অনুষ্ঠান চলছে। অনুষ্ঠানে প্রধান অ'তিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দিতে এসে প্রধানমন্ত্রীকে গান শোনালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইস'লাম।

আজ রবিবার ১৯ ফেব্রুয়ারি মিরপুর-কালশী ফ্লাইওভা'র উদ্বোধনী অনুষ্ঠানটি কালশী বালুর মাঠে অনুষ্ঠিত হচ্ছে। মিরপুরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে গানে গানে আতিকুল ইস'লাম বলেন, ষোল কোটি মানুষের ম'রমিয়া, শেখ হাসিনা তুমি শেখ হাসিনা…, দেশটাকে ভালোবাসো জীবন দিয়া, শেখের বেটি তুমি শেখ হাসিনা।’

এ সময় প্রধানমন্ত্রীকে হাততালি দিতে দেখা যায়। কালশী বালুর মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইস'লাম। উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত রয়েছেন সে'নাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্ম'দ ইব্রাহিম।

Back to top button
error: Alert: Content is protected !!