ভালোবাসা দিবসে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কন'ডম-মোমবাতি!

ভালোবাসা দিবস শেষ হয়েছে। অনেকে ভালোবাসা দিবসকে রাঙিয়ে তুলতে প্রিয়জনকে বিভিন্ন ধরনের উপহার দিয়েছেন। তবে অনেকের হাতে সময় কম থাকায় প্রিয়জনকে উপহার দিতে দারস্ত হন বিভিন্ন অ্যাপের। সহ'জেই ঘরে বসে অ্যাপের মাধ্যমে প্রিয়জনকে উপহার পাঠিয়েছেন তারা। খবব- আনন্দবাজার।

তেমনই একটি কেনাকা'টার অনলাইন প্ল্যাটফর্ম হলো ‘ব্লিঙ্কিট’। পার্শ্ববর্তী দেশ ভা'রতের এই অ্যাপটি থেকে অনেকে ভালোবাসা দিবস উপলক্ষে কেনাকা'টা করেছেন। ফলে কোন ধরনের পণ্য সবচেয়ে বেশি কেনা হয়েছে তার তথ্য জানিয়েছে অ্যাপসটির কর্ণধার অলবিন্দর ধিন্দসা।

তিনি জানান, এবার ভালোবাসা দিবসে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কন'ডম এবং মোমবাতি। তার নিজের সংস্থা সারা বছরের তুলনায় ১৪ ফেব্রুয়ারি সবচেয়ে বেশি কন'ডম বিক্রি করেছে।

সুগন্ধি, মানিব্যাগ, চকোলেট, ফুলের বোকে- প্রে'ম দিবসের আগে অনলাইন সংস্থাগুলো থেকে দেদারসে বিক্রি হয় এই ধরনের উপহার সামগ্রী। কখনও কখনও রেকর্ড পরিমাণও বিক্রি হয়। কিন্তু এ বছরের চিত্রটি বাকি বছরগুলোর তুলনায় আলাদা। ভ্যালেন্টাইনস ডে-তে অনলাইনে কন'ডম বিক্রির হার যথেষ্ট পরিমাণে বেড়েছে। তবে কমেছে চকলেট বিক্রির হার। বছরের অন্যান্য সময়ের চেয়ে বেশি চকলেটের অর্ডার পায় এই অনলাইন সংস্থা।

আলবিন্দর জানিয়েছেন, ভ্যালেন্টাইনস ডে-র সকাল থেকে চকলেট, গো'লাপ এবং অন্যান্য সামগ্রীর বেশ ভালোই অর্ডার আসছিলো। কিন্তু বিকেলের পর থেকে অনেক কন'ডমের অর্ডার আসে। কয়েক ঘণ্টার মধ্যে তা সব কিছুকে ছাপিয়ে যায়।

Back to top button
error: Alert: Content is protected !!