সংসার করবে কেউ বিশ্বা'স করেননি, সেই মোশাররফের আজ ১৮ বছরের সংসার
সময়কার মোশাররফের এখনকার মোশাররফের মতো জনপ্রিয়তা ছিল না। সেই সময় জুঁইয়ের সঙ্গে প্রথম পরিচয় হয় তার। তারপর প্রে'ম, প্রে'ম থেকে বিয়ে। শিক্ষক হিসেবে যোগ দেয়ার এক বছর পর থেকে মূলত ভালো লাগার আদান-প্রদান শুরু হয় তাদের। তবে বিয়েটা সহ'জ ছিল না। বিষয়টি নিয়ে জুঁই জানান, আমাদের স'ম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াতে কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছে। ওর পরিবার থেকে তেমন সমস্যা ছিল না। কারণ মোশাররফ এমনিতেই উদাসীন মানুষ। সে সংসার করবে এটা তার পরিবার ভাবতেই পারেনি!
জুঁই আরো জানান, যখন সেই ছে'লে মে'য়ে পছন্দ করেছে তখন পরিবার থেকে আর বাধা আসেনি। ওদিকে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আমা'র পরিবারের সুপ্ত ইচ্ছা ছিল- পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পাঠাবে। কিন্তু তৃতীয় বর্ষে পড়াকালীন বিয়ের সিদ্ধান্ত নিলাম। আমা'র এই সিদ্ধান্ত পরিবারকে খুব হতাশ করেছিল। এছাড়া কালচারাল কিছু গ্যাপ ছিল। আমা'র বাড়ি জামালপুর। মোশাররফ করিমের বাড়ি বরিশাল।
সবকিছু মিলিয়ে প্রতিবন্ধকতা ছিল। বর্তমানে শোভিজের বেশ সুখী দম্পতি তারা। বিবাহবার্ষিকী' উপলক্ষে মোশাররফ করিম-জুঁই বেরিয়ে পড়েন ঘুরতে। নতুন কোনো জায়গায় পালন করেন বিবাহবার্ষিকী'। এবার অবশ্য ঢাকাতেই রয়েছেন এই দম্পতি। সম্প্রতি তাদের বিবাহবার্ষিকী' উপলক্ষে রোবেনা রেজা জুঁই ফেসবুকে দুটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে তাঁদের বিশেষ দিন পালনের আয়োজন। ছবির ক্যাপশনে লিখেছেন, এমনি করেই যায় যদি দিন যাক না.. শুভ বিবাহ বার্ষিকী' মোশাররফ করিম, দেড় যুগ পূর্তি জন্য অ'ভিনন্দন।